দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মোতাহার হোসেন বাপ্পী (৩৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দর উপজেলার শিবকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোতাহার হোসেন বাপ্পী পার্বতীপুর উপজেলার তেরআনিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মাস্টার-এর ছেলে। তবে সে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় বসবাস করতো। মোতাহার হোসেন পার্বতীপুর উপজেলার অশুরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলো।
চিরিরবন্দর থানার ওসি রওশন মোসত্মফা জানান, মোতাহার হোসেন আজ দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলযোগে পার্বতীপুরে তার স্কুলের এক অনুষ্ঠানে যাচ্ছিল। বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার শিবকুড়ি এলাকায় পৌছলে তাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়ায় সে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় বিপরিতমুখী অপর একটি ট্রাকের নীচে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।