
মো: রফিকুল ইসলাম: দিনাজপুরো চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টায় দশমাইল-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের উপজেলার ভূষিরবন্দর পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- খানসামা উপজেলার গ্রামের গুলিয়ারা সত্যেন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৩০) ও চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আজিজ (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে দিনাজপুরগামী বাবলু এন্টারপ্রাইজের একটি নাইটকোচ বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী মানিক চন্দ্র শীল ও আব্দুল আজিজ নিহত হয়। এছাড়া অপর ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাতপাতালে ভর্তি করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।