বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে হিউম্যান রাইট্স এডভোকেসী ফোরামের ত্রৈমাসিক সভা

Chirirbandarমো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে গত ২২ জানুয়ারী বুধবার সকাল ১০টায় হিউম্যান রাইট্স এডভোকেসী ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সহিংসতা ও সংশি­­ষ্ট অন্যান্য মানবাধিকার লংঘনের উচ্চমাত্রা হ্রাসের লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আয়োজনে এবং প্রটেক্টিং হিউম্যান রাইট্স প্রোগ্রামের আওতায় ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’র সহযোগিতায় এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান ছালমা খাতুন, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)’র নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, বহুব্রীহির নির্বাহী পরিচালক জাকির হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র দিনাজপুর প্রকল্প সমন্বয়কারী ইউসুফ আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ-উল-আলম প্রমূখ। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Spread the love