
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ ’’ অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আইয়ুবুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ, কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলীসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি আমের চারা রোপন করেন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ৬৫ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে দক্ষিন আলোকডিহি , দূর্গাডাঙ্গা রামপুর, তালপুকুর ও দুর্গাপুর গ্রামের ৩১৭টি আবাসিক সংযোগ লাইনের উদ্বোধন করেন।