মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘন্টাঘর বাজারে ৪টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ চুরির ঘটনাটি গত ১০ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে ঘটেছে। এ সময় চোরেরা ২টি কাপড় ১টি কসমেটিকস্ দোকান এবং একটি ধানের গোডাউনের বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।