মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দিনাজপুর প্রতিনিধিঃ ২০১৪ সালের এস,এস,সিতে শতভাগ জিপিএ-৫ ও দিনাজপুর শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অধিকারী আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির কলেজ শাখা অডিটোরিয়ামে ৭০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সম্মাননা দেয়া হয়। প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থপেডিক কনসালটেন্ট ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র করেন। এবি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতারা বেগম, চিরিরবন্দর কারেন্টহাট কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন মজুমদার, ফাউন্ডেশনের সদস্য সামসুল আলম, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশা, স্কুল ও কলেজ শাখার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমেনা-বাকী রেসিডেন্সিল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।