মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রেসক্লাবের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৪ জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্ত্বরে চিরিরবন্দরে প্রেসক্লাবের আয়োজনে বহুব্রীহির বাস্তবায়নে এবং হেলপ এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাব সভাপতি মো. আকতার হোসেন শীত বস্ত্র বিতরণ করেন। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, তথ্য সম্পাদক দেলোয়ার হোসেন বাদশাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর প্রেসক্লাবের শীত বস্ত্র বিতরণ
Please follow and like us: