রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চীনে বাস দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

চীনে বাস ১০০ মিটার নিচের নদীতে পড়ে গিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। বাসটিতে ২৪ যাত্রী ছিল।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার এই দুর্ঘটনা ঘটে।

এটি পাহাড়ি পথ থেকে একটি শুষ্ক নদীতে পড়ে যায়। তদন্ত কর্মকর্তাদের ধারণা বাসটি অবৈধভাবে ওই পথ দিয়ে যাচ্ছিল। গুইঝৌ প্রদেশের বিজি নগরীর এ রাস্তাটি ছোট যানবাহন চলাচলের জন্য তৈরি করা রয়েছে। প্রসঙ্গত আগস্ট মাসে তিব্বতে পর্যটনবাহী একটি বাস অপর দুটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে একটি খাদে পড়ে ৪৪ জনের প্রাণহানি ও অপর ১১ জন আহত হয়।

জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, ২০১৪ সালে প্রথম ১০ মাসে চীনে ৪ লাখ ২৬ হাজার সড়ক দুর্ঘটনায় ৮৭ হাজার ২০০’র বেশি লোকের প্রাণহানি ঘটে। ২০১৩ সালের একই সময়ের চেয়ে এটা ১.৯ শতাংশ বেশি। গত বছরের জুলাই মাসে চীনের মধ্যাঞ্চলে একটি মালগাড়ি একটি বাসকে ধাক্কা দিলে ৪৩ জন প্রাণ হারায়।