শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চীনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার লক্ষ্যে আজ সোমবার চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। চীন যাওয়ার মধ্য দিয়েই ওবামা এশিয়ায় সপ্তাহব্যাপী তার কূটনৈতিক সফর শুরু করেছেন। এয়ার ফোর্স ওয়ানে থাকা এক ফটোগ্রাফার এ কথা জানান।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ওবামা বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে বসবেন। বৈঠকে উভয় নেতার মধ্যে খোলামেলা ও ব্যাপক আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষে ভরাডুবির পর এটিই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম বিদেশ সফর। আর এশিয়া এ সফরের সঙ্গী হয়েছেন মাত্র ৫১ জন সংবাদকর্মী। প্রত্যাশার চেয়ে কম সংবাদকর্মীর তালিকাভুক্তির কারণেই জনপ্রতি ভ্রমণ ব্যয় বেড়ে গেছে বলে জানানো হয়েছে।
এদিকে রক্ষণশীল মার্কিন মিডিয়াগুলো বলছে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি জনগণের আগ্রহ কমে যাওয়ায় এমনটি হয়েছে। মিডিয়া হাউসগুলো আগের মতো কর্মীবহর পাঠানো থেকে বিরত থাকছে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ টিভি নেটওয়ার্কগুলো তাদের স্বল্পসংখ্যক কর্মী পাঠাচ্ছে ওবামার সফরসঙ্গী হিসেবে। বেশ কিছু মার্কিন মিডিয়া তাদের বিদেশি প্রতিনিধির মাধ্যমে সংবাদ সংগ্রহের কাজ সারবে বলে জানিয়ে দিয়েছে।
চীন ও মিয়ানমারের মতো দেশে মার্কিন মিডিয়া হাউসগুলোর নিয়মিত প্রতিনিধির সংখ্যা অবশ্য হাতে গোনা। সংবাদমাধ্যমের হোয়াইট হাউস প্রতিনিধিরা বলন, প্রেসিডেন্ট ওবামা এখন মেয়াদের শেষ দিকে। তার প্রতি সংবাদমাধ্যমের আগ্রহ এখন আর আগের মতো নেই। পাশাপাশি চীন ও মিয়ানমারে তথ্য সংগ্রহের পরিবেশ মুক্ত না থাকাও সফরসঙ্গী সংবাদকর্মীর সংখ্য কম হওয়ার কারণ হতে পারে বলে হোয়াইট হাউস করসপন্ডেন্স এসোসিয়েশনের সাবেক সভাপতি স্টিভ থমা মনে করেন।
ওবামার সকালেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে। পরে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশনের শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন।

Spread the love