শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চীন সফরে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৫ দিনের এক সরকারি সফরে চীন গেছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তিনি চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

জানা যায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ৯-১৫ নভেম্বর অনুষ্ঠেয় ২০১৪ সালের এশিয়া-প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সিইও শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বেইজিং গেছেন তিনি।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি চীন রওনা হয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এবিনিউজকে এ তথ্য জানিয়েছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন বিমানবন্দরে।
ঢাকায় ডিপ্লোমেটিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় চীন দূতাবাসের শার্জ দ্য এফেয়ার্স এবং সিঙ্গাপুর দূতাবাসের কনসাল জেনারেলও বিমানবন্দরে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ডায়ালগ অন স্ট্রেনদেনিং কানেকটিভিটি পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে যোগ দিতে তিনি এ সফরে গেছেন।

Spread the love