
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল রোববার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পরিষদ সভা কে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের ব্যবস্থাপনায় ১নং চেহেলগাজী ইউনিয়নের প্রতিবন্ধী স্ব-সংগঠনের আয়োজিনে সিডিডির সহযোগিতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় মাসিক প্রতিবন্ধী স্ব-সংগঠনের সভা অনুষ্ঠিত হয়।
১নং চেহেলগাজী ইউনিয়নের স্ব-সংগঠনের সভাপতি মোঃ বাদল হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গুলশানা পারভীন। প্রধান অতিথি হিসেবে প্রকল্পের বিষয় নিয়ে এবং প্রতিবন্ধীদের অধিকার ও উন্নয়ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি নারগিস পারভীন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্পের সিএম মুক্তি কুজুর। সভায় প্রতিবন্ধীদের জন্য বিনা সুদে ঋণ প্রদান করার সরকারি ব্যাংকগুলোর সাথে যোগাযোগ সৃষ্টি, প্রতিবন্ধী শিশুদের স্কুলে ভর্তি করার ব্যাপারে সংগঠনের নেতৃবৃন্দের হস্তপে, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থাসহ প্রতিবন্ধী জনগোষ্ঠির সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আলোচনা করা হয়।