সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চেয়ারম্যান প্রার্থী মোকাররমের পক্ষে পাঁচবাড়ী হাটে বিশাল নির্বাচনী সভা

Mokaromদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থীত একক চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেনের পক্ষে সদর উপজেলার পাঁচবাড়ী হাটে গতকাল এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

আগামী ১৫ মার্চ সদর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে বিএনপি সমর্থীত একক প্রার্থী মোকাররম হোসেন ততই এগিয়ে যাচ্ছে ভোটারদের সমর্থনে। গতকাল পর্যমত্ম মোকাররম হোসেন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছে। জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, সহ-সভাপতি মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, এড. আনিছুর রহমান চৌধুরী,সাধারন সম্পাদক মুকুর চৌধুরী, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহবায়ক মোসত্মফা কামাল মিলনসহ কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস, তাঁতীদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়েছে দলীয় প্রার্থী মোকাররম হোসেনকে বিজয়ী করতে। এছাড়া গ্রামাঞ্চলে সাধারন ভোটাররাও বিএনপির সমর্থীত চেয়ারম্যান প্রার্থী মোকাররম হোসেনকে বিজয়ী করতে দিনরাত কাজ করছে। ফলে বিজয়ের পালস্না দোয়াত-কলম মার্কারই বেশী।

পাঁচবাড়ী হাটের নির্বঅচনী সভায় বক্তব্য রাখেন, ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক , ৪নং শেখপুরা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৬নং আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ৮নং শংকরপুর ইউপি চেয়ারম্যার মোকাররম হোসেন গুরম্ন, পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোলস্না,সাধারন সম্পাদক জাকির হোসেন বাবু, জেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ১৯ দলের জন্য একটি চ্যালেঞ্জ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার বিরোধী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে উপজেলা নির্বাচনে অংশ গ্রহন তারই একটি অংশ। দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশেই মোকাররম হোসেন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। আপনারা বিগত ৫ জানুয়ারী পাতানো নির্বাচনে ভোট না দিয়ে সরকারের বিররুদ্ধে প্রতিবাদ করেছেন। উপজেলা নির্বাচনে বিএনপির তথা ১৯ দলের প্রার্থীদের ভোট দিয়ে প্রমান করতে হবে সরকারের প্রতি দেশের মানুষের আস্থা নেই। এই সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশনেত্রী উপজেলা নির্বঅচনে অংশ গ্রহন করে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। আগামী ১৫ মার্চ দিনাজপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান  প্রার্থী মোকাররম হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান। উপস্থিত ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আন্তরিক ভাবে কাজ করে মোকাররম হোসেনকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন।