
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় হাতবোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে ২০-৩০ জন শ্লোগান দিয়ে মিছিল বের করে। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পর পর কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল জানান, বিএনপি অফিসের সামনে ৩টি ও আশপাশের এলাকা থেকে আরো ২টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।