
ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। রোববার দুপুরে মুখোমুখি অবস্থানের পর তুমুল সংঘর্ষে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ আহত হয়েছে কমপক্ষে ১০জন।
এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
মঙ্গলবার রাতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ দেখিয়ে আসছে নেতাকর্মীরা। শনিবার দিনভর বিক্ষোভ শেষে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিতরা।
রোববার সকালে নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের সমর্থকদের নিয়ে তালা ভেঙে দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। বেলা বারোটার দিকে বিদ্রোহী নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উদ্ভূত পরিস্থিতিতে দুপুর দেড়টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সদ্য ঘোষিত ছাত্রদলের সভাপতি রাজীব আহসান এবং সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে নিয়ে বৈঠকে বসেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় দুটি ককটেলর বিস্ফোরণ ঘটে। শুরু হয় সংঘর্ষ। ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা এসময় কার্যালয়ের ভেতরে অবস্থান করে গেট বন্ধ করে দেয়। আর বিক্ষুদ্ধ পদবঞ্চিত বিদ্রোহী নেতাকর্মীরা কার্যালয়ে বাইরে থেকে ভাঙচুর চালায়। তারা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে কার্যালয়টি বেশ ক্ষতিগ্রস্থ হয়। একপর্যায়ে কার্যালয়ের নিচে থাকা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরালেও হামলা চালায় তারা।
ছাত্রদলের পদবঞ্চিতদের হামলার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী ও হাবিব উন নবী খান সোহেলসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ হলেও দায়িত্বরত পুলিশ নাইটেঙ্গল মোড় এবং ফকিরাপুল মোড়ে নীরব অবস্থান করে।
ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১০ জন ছাত্রদল কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে রয়েছেন নতুন কমিটির রাজ, ইফতেখারুজ্জামান, বাবু, শফিক, মাসুম সবুজ। এদের মধ্যে ককটেলের আঘাতে ছাত্রদল কর্মী মাসুম সবুজ গুরুতর আহত হন।
ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়া পূর্বের কমিটির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম টিটু বলেন, ‘শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সুলতান সালাউদ্দিন টুকু আঁতাত করে বিপুল অর্থের বিনিময়ে অযোগ্যদের নেতৃত্বে এনেছেন। এতে দলের ভবিষ্যত সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদল কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে না। তাই দল ও ছাত্রদল বাঁচাতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা আন্দোলনে নেমেছে। আঁতাতের কারণে যোগ্যরা সদ্য ঘোষিত কমিটিতে স্থান পায়নি।’
এদিকে, ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে দলটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেছেন, ‘ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের কিছু কর্মী থাকলেও এতে বেশিরভাগ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী ছিল। আর তাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরোক্ষভাবে ইন্ধন দিয়েছে।’সংগঠনের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে জড়িত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে গত মঙ্গলবার রাতে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন।