
মোঃ আব্দুর রাজ্জাক, দিনাজপুরঃ ছাত্রদল-শিবিরের নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হয়ে দিনাজপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সা. সম্পাদক সাবিবর আহমেদ সুজন দিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টায় শহরের চৌরঙ্গী সিনেমা হলের পিছনে বড়বন্দর রোডে সুজন উক্ত সন্ত্রাসী হামলার শিকার হন বলে দিনাজপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রাজু জানান। তিনি আরও জানান, হামলার সময় সুজনের সাথে কলেজ’র দপ্তর সম্পাদক আকতারুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আকতারুজ্জামান জুয়েল’র কাছে জানতে চাইলে তিনি জানান, অতর্কিত হামলা চালায় ছাত্রদলের আব্দুস সোবহান ও রংপুর বিভাগীয় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মুজাহিদসহ আরোও অচেনা ৫/৭জন সন্ত্রাসীদল। ঠিক পিছন থেকে চাকু, সামুরাইসহ ধারালো অস্ত্র দ্বারা এই হামলা হয় বলে জুয়েল জানান। হামলা করেই তারা পালিয়ে গেলে মেডিকেল হাসপাতালে নিয়া যাওয়া হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত গুরুতর আহত সুজন অপারেশন থিয়েটারে কাতরাচ্ছিল। সেই সাথে কোতয়ালী থানায় মামলা দায়েরের পরিকল্পনা চলছিল।