ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রুবেলর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিকেলে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ শেষে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ অফিসের সামনে ঘোড়াঘাট রাণীগঞ্জ সড়কে ছাত্রলীগের একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ শেষে ছাত্রলীগ ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক স্বরুপ কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক নিরুপ কুমার সাহা, শাফিকুল ইসলাম শাফি, রনি, মামুন প্রমুখ বক্তব্য রাখেন।