বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

দিনাজপুর প্রতিনিধি : ৬ নভেম্বর বৃহস্পতিবার জামাত-শিবিরের অবৈধ হরতালের প্রতিবাদে দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিন শেষে একাডেমীক ভবনের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপম রায় চৌধুরী’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান বিপ­ব, জেলা ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম মিথুন, তানভির রেজওয়ান শান্ত, দিনাজপুর শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর ইসলাম রকি, হারুন-উর-রশিদ রায়হান, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন রনি, মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি শেখ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, শেখ রাশেদ রানা, ইব্রাহিম খলিল, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম আসফিকার শামস্, সহ সম্পাদক শিমুল তালুকদার প্রমুখ। বক্তারা দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল স্তরের ছাত্র-ছাত্রীদের ছাত্রলীগের পতাকা তলে ঐক্যবদ্ধ করে জামাত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান।

Spread the love