
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখার ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। নতুন কমিটির সভাপতি হয়েছেন-মোঃ মোজাহিদুর হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন কৌশিক দেব।
নতুন কমিটি অনুমোদনের খবর কলেজে পৌঁছার পর গতকাল শুক্রবার এই কমিটিকে স্বাগত জানিয়ে মোজাহিদুর হাসানের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রলীগ কলেজ শাখার নেতাকর্মীরা। মিছিলে দিনাজপুর মেডিকেল কলেজ শাখার যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রম্নবেল, আশরাফুল আলস্নামিস সালাম, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ রায়হান শিমুল, ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখার নতুন কমিটির সাধরণ সম্পাদক কৌশিক দেবসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন।