ডেক্স নিউজ: দশম সংসদ নির্বাচন সামনে রেখে ‘সর্বদলীয়’ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন জাতীয় পার্টির তিন নেতা, আওয়ামী লীগের উপদষ্টো পরিষদের দুই সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি।
মন্ত্রিপরিষদের এই ছয় নতুন সদস্যের সঙ্গে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে জাতীয় পার্টির আরো দুই প্রেসিডিয়াম সদস্য।
সোমবার বিকাল ৩টায় বঙ্গভবনের দরবার হলে প্রথমেই ছয় মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারমান হোসেইন মুহাম্মদ এরশাদও এ সময় উপস্থিত ছিলেন।
এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদসহ আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার মন্ত্রী হিসাবে শপথ নেন।
মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও।
এছাড়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে।
নতুন মন্ত্রীদের মধ্যে আমু ও তোফায়েল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দলে সংস্কারের দাবি তুলে সমালোচনার মুখে পড়েন। শেখ হাসিনার বিগত সরকারের মন্ত্রী থাকলেও এবারের মন্ত্রিসভায় স্থান হয়নি তাদের।
সরকারের চার বছরের মাথায় তোফায়েলকে মন্ত্রী করতে চাইলেও তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। গত বছরতোফায়েলের সঙ্গে মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকেও মন্ত্রিসভায় শপথের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দলীয় সিদ্ধান্ত মেনে সরকারে যোগ দেননি তিনি।
চট্টগ্রামের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ তার দলের চেয়ারম্যান এরশাদের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রুহুল আমিন হাওলাদার বরিশালের সংসদ সদস্য।
সরকারের ভাষ্য অনুযায়ী, এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাজোট সরকারের মন্ত্রিসভার অবসান ঘটল এবং শুরু হলো নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারের।
অবশ্য শেখ হাসিনাই নির্বাচনকালীন এ সরকারের প্রধানমন্ত্রী থাকছেন। আগামী জানুয়ারিতে দেশে যখন দশম সংসদ নির্বাচন হবে, নির্বাচনকালীন এই সরকারই তখন ক্ষমতায় থাকবে।
সরকার এই মন্ত্রিসভাকে সর্বদলীয় বললেও প্রধান বিরোধী দল বিএনপি এ সরকারে যোগ দেয়ার আহ্বানে সাড়া দেয়নি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির ভাষায়, সর্বদলীয় মন্ত্রিসভার এই শপথগ্রহণ জাতির সঙ্গে ‘তামাশা’।
আগের মন্ত্রিসভার ৩১ জন মন্ত্রী ও ১৯ প্রতিমন্ত্রীর মধ্যে কে কে সর্বদলীয় মন্ত্রীসভায় থাকছেন না, সে বিষয়ে কোনো ঘোষণা এখনো সরকারের দিক থেকে আসেনি।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা জানিয়েছেন, সর্বদলীয় মন্ত্রিসভার আকার হবে আগের মন্ত্রিসভার চেয়ে ছোট। এই নির্বাচনকালীন সরকার গঠনে গত ১২ নভেম্বরই প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র দিয়ে রেখেছেন মন্ত্রিসভার সদস্যরা।
আগের মন্ত্রিসভার যারা থাকবেন না, তাদের পদত্যাগপত্র সোমবারই রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। তারপর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করবে এবং প্রধানমন্ত্রী মন্ত্রিদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করবেন। আর এই পুরো প্রক্রিয়া শেষ করা হবে যতো দ্রুত সম্ভব।
বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে যারা নতুন মন্ত্রিসভায়ও থাকছেন, তাদের আর নতুন করে শপথ নিতে হবে না।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে প্রথমবারের মতো দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়।
১৯৯৬ সালে বিএনপি আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে এবং পরের ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তিনটি নির্বাচন ওই ব্যবস্থায় হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করায় এবার দলীয় সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে।