রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জগদল সীমান্ত থেকে এক শিশুকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Thakurঠাকুরগাঁওয়ে মোহাম্মদ হোসেন (১২) নামে এক বাংলাদেশি শিশুকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, জেলার রাণীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রামের মজিদ মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন প্রতিদিনের মতো সকালেও জগদল সীমান্তের ৩৭৫  পিলার এলাকায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় ভারতের ২০০ মিটার ভিতরে বিএসএফ ১২১ ব্যাটলিয়নের তিনগাঁও ক্যাম্পের  টহল দল তাকে আটক করে ।
৩০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর তৌহিদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন। আটক মোহাম্মদ হোসেনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফকে পত্র প্রেরণ করা হয়েছে।