
স্টাফ রিপোটার : বীরগঞ্জে গত বুধবার সাংবাদিক কল্যাণ সংস্থার এক জরুরী সভায় বিশিষ্ট সাংবাদিক জগলূল আহম্মেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট সাংবাদিক ওআত্মর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জগলূল আহমেদ চৌধুরী (৬৫) গত শনিবার রাত ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক দৃর্ঘটায় মৃত্যুবরন করেন।
তার মর্মামিত্মক মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার আহবায়ক মীর কাসেম লালু,সদস্য সচিব প্রভাষক নীল রতন সাহা নিপু, নির্বাহী সদস্য,মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু,আব্দুল ওয়ারেছ, মোঃ রেজাউল করিম,মোঃ আব্দুর রাজ্জাক,মোস্তফা কামাল,প্রভাষক শামীম আকতার সজিব, আহসান হাবিব,মোস্তাফিজুর রহমান পাভেল প্রমুখ।