
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, জঙ্গিদের রক্ষা করতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতি এখন ঐক্যবদ্ধ শীর্ষক এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।
শাহজাহান খান বলেন, বিএনপি নেত্রী জঙ্গিদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে উঠেছে।