
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিগোষ্ঠী দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়।তারা বাংলাদেশের স্বাধীনতাকেও অস্বীকার করে। প্রতিরোধ নয়, জঙ্গিবাদকে শেকড়সহ নির্মূল করা হবে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ’ আয়োজিত ‘সন্ত্রাস নয়, শান্তি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, যখন জিডিপি বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্নতার দিকে যাচ্ছে ও মূল্যস্ফিতি কমেছে। ঠিক তখনি বিএনপি-জামায়াত সন্ত্রাস- জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে।
তিনি আরও বলেন, এই বিএনপি-জামাত ২০১৩ ও ’১৪ সালে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা দেশে ধবংসাত্মক কর্মকান্ড চালিয়েছে।
মন্ত্রী বলেন, জামায়াত ছাড়লে বিএনপি’র অস্তিত্ব থাকবে না, কারণ তাদের বড় অর্থদাতা হচ্ছে এই জামায়াতের বিভিন্ন সংগঠন। তাই বিএনপি এখনও জামায়াতকে ছাড়তে পারছে না।
তিনি বলেন, বিএনপি’র অস্বীকার করার কোন উপায় নেই, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী কর্ণেল রশিদ তার জবানবন্দিতে বলেছেন, বঙ্গবন্ধুকে যখন তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে তখন তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন। তখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব তথা প্রেসিডেন্টকে হত্যা করতে চায় বলে জিয়াউর রহমানকে জানালে তিনি প্রতিউত্তরে ইংরেজী ভাষায় তখন বলেছিলেন, আমরা উচ্চ পর্যায়ের কর্মকর্তা আমরা এটার সঙ্গে জড়িত হতে পারি না, তোমরা যদি পারো এগিয়ে যাও।
বিগত কোন সরকার হরিজন সম্প্রদায়কে কোন সুযোগ-সুবিধা দেয়নি উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার এ সম্প্রদায়ের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। তিনি হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, হরিজন সম্প্রদায়ের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু করা হবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষ্ণ লাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব নির্মল চন্দ্র দাস। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল।