শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গিবাদকে সমূলে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে-এমপি গোপাল

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জঙ্গিবাদকে সমূলে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।

গত ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন ইউএনও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ইউএনও মোহাম্মদ আলম হোসেন, সহকারী কমিশনার শারমিন সুলতানা, ওসি আবু আক্কাস আহমদ, আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম ও অন্যরা। ইউএও অফিস চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পার্পন করেন এমপি গোপাল সহ অন্যরা।