
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়া সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেছেন। ‘নতুন পাতায়’ দুই দেশের সম্পর্ক লেখার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেন পুতিন ও এরদোয়ান। অর্থনৈতিক সহযোগিতা এবং অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন পুতিন।
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেলেন এরদোয়ান। তাকে রাশিয়া সফরে পুতিনকে আহ্বানকে ‘সুস্বাগতম’ হিসেবে নিয়েছেন তিনি।
গত বছর নভেম্বর মাসে সিরিয়া সীমান্তের কাছে তুরস্ক একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করলে দুই দেশের সম্পর্কে অবনতি হয়। তুরস্কের ওপর আংশিক অর্থনৈতিক অবরোধ আরোপ করে রাশিয়া।
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর দেশে শুদ্ধি অভিযান শুরু করায় প্রেসিডেন্ট এরদোয়ানের কঠোর সমালোচনা করছে তার পশ্চিমা মিত্ররা। এরই মধ্যে রাশিয়া সফরে গেলেন তিনি। বিষয়টিকে তুরস্কের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে এরদোয়ান বলেন, পুতিন তার ‘বন্ধু’ এবং রাশিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চান তিনি। বৈঠকের পর রাশিয়া সফরকে সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি। অর্থনৈতিক সম্পর্ক চাঙ্গা করা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্ককে নিয়ে একসঙ্গে লড়াইয়ে ঘোষণা দেন পুতিন।
গত জুন মাসে রাশিয়া দাবি করে, যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে এরদোয়ান দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরপর পরের মাসে ১৫ জুলাই তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয় এবং পুতিন এর সমালোচনা করে এরদোয়ানের শুদ্ধি অভিযানকে সমর্থন করেন।
তবে সমালোচকদের দাবি, পশ্চিমা দেশগুলোর সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের শীতল সম্পর্কের সুযোগ নিয়েছে রাশিয়া।
তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।