শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গিবাদ একটি ব্যাধি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য হয়ে গেছে এমনটা বলে মৌলিকভাবে ভুল করেছেন। জঙ্গিবাদ একটি ব্যাধি। এটি একক কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সারানো সম্ভব নয়।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামের একটি সংগঠনের আয়োজনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বেগম খালেদা জিয়ার আহ্বান এবং সরকারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের কথা প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, সেটি জাতীয় ঐক্যের কথা নয়। জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে আমরা জনগণকে অতল সমুদ্রে ভাসিয়ে দিতে পারি না। মানুষ ঐক্যবদ্ধ আছে, তবে সংগঠিত নয়। জনগণের সঙ্গে ঐক্য হবে। এ ঐক্যের মাধ্যমেই জঙ্গিবাদের মহাসংকট দূর হবে।’

জঙ্গিবাদকে জাতীয় সমস্যা হিসেবে অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘জঙ্গি সংকট সমাধানে ভারত, আমেরিকা বিভিন্ন ধরনের সহযোগিতার কথা বলছে। আমরা নিজেদেরকে সহযোগিতা করব। নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলব। আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারব। বহির্বিশ্বের কোনো সহযোগিতা প্রয়োজন হবে না।’

তিনি বলেন, ‘যেসব রাষ্ট্র সহযোগিতার কথা বলছে তারা আমাদের দেশে যেভাবে বন্ধুরূপে আসতে চায়, সেভাবে তাদের কার্যকলাপ পরিচালিত হবে কি না, সেটি নিয়ে শুধু জন মনে নয়, আওয়ামী লীগ নেতাদের মধ্যেও সন্দেহ দেখা দিয়েছে।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।