বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জঙ্গিবাদ পাকিস্তানের প্রবৃদ্ধির জন্যে হুমকি : আইএমএফ

IMFইন্টারন্যাশনাল ডেস্ক: আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলোতে পাকিস্তানের পরিমিত উন্নয়ন দৃশ্যমান হলেও জঙ্গিবাদ ও দুর্নীতি দেশটির প্রবৃদ্ধি ও বিনিয়োগকে হুমকির মুখে ফেলতে পারে। পাকিস্তানকে দেয়া ৬শ’ ৭০ কোটি ডলার ঋণ সহায়তার আওতায় দেশটির কার্যক্রম পর্যালোচনা ভিত্তিক রিপোর্টে শুক্রবার আইএমএফ এ কথা বলে। রিপোর্টে বলা হয়, পাকিসত্মানে ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি বাড়বে ৩.৭ শতাংশ। এ প্রবৃদ্ধি অব্যাহতও থাকবে। তবে পাকিসত্মানে নিরাপত্তা পরিস্থিতি এখনও নাজুক। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত। এছাড়া জাতিগত সহিংসতা এবং নগর কেন্দ্রিক অপরাধ দেশটির বিনিয়োগ ও প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে। গত মাসে দুবাইয়ে পাকিস্তানের অর্থমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে আইএমএফ দলের বৈঠকের পর এ রিপোর্ট তৈরি করা হয়। বৈঠকে পাকিস্তানের অর্থনৈতিক কার্যক্রমসহ ঋণের তৃতীয় কিসিত্ম ছাড় দেয়া নিয়ে আলোচনা হয়। নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হয় বলে সংস্থা সূত্রে বলা হয়েছে।