
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিশ্ব নেতারা ভূয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় বিশ্ব নেতাদের কাছ থেকে বাংলাদেশ এ প্রশংসা পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
বুধবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, জঙ্গি ও সন্ত্রাসবাদ এমন একটি বিষয় যেকোন আন্তর্জাতিক ফোরামের আলোচনায় সেটা আন্তর্জাতিক হোক, আর দ্বিপাক্ষিক হোক, সব সময় উঠে আসে। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সরকারের যে জিরো টলারেন্স ও কঠোর অবস্থান তা বিশ্ব নেতারা জানেন। জি-৭ সম্মেলনে আমার সঙ্গে আলাপ-আলোচনা ও অনানুষ্ঠানিক কথা প্রসঙ্গে জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের যে পদক্ষেপ তার ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। সবার সহযোগিতায় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সফল হবো বলে আমরা আশা করি।
আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব হবে যখন নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যাবে।
এ সময় তিনি বঙ্গবন্ধু উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধু বলতেন, একজন নারী যদি ১০শটা টাকা আয় করতে পারে, আঁচলে থাকে তাহলে সমাজে তার গুরুত্ব বাড়ে। বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন সময় আলাপ-আলোচনার মাধ্যমে আমি একটি বাড়ি একটি খামার প্রকল্পের ধারণাটা পেয়েছি।
সরকার গৃহীত একটি বাড়ি একটি পরিবার প্রকল্পের বিস্তারিত দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গ্রামের পরিববারগুলোকে স্বাবলম্বি করতে এ প্রকল্প আমরা নিয়েছিলাম। সেই সঙ্গে জলাভূমির ব্যবহার, অব্যহৃত জমিকে চাষ এবং উৎপাদনের আওতায় এনে কৃষকদের পণ্য বাজারজাত করণের জন্যই এ প্রকল্প। যেখানে যেখানে এ প্রকল্প বাস্তবায়ন হয়েছে, সেখানে ভাল ফল এসেছে। আমরা ‘সিলেক্ট’ (নির্ধারণ) করে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে এ প্রকল্প করে দিয়েছি। পর্যায়ক্রমে এ প্রকল্প সারাদেশেই বিস্তৃত করা হবে। দীর্ঘমেয়াদি কর্মসংস্থান ও আর্থ সামাজিক উন্নয়নই এই প্রকল্পের লক্ষ্য। ধীরে ধীরে পরিধি বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ায়ও বিস্তৃতি লাভ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য হুমকিস্বরূপ। এরূপ বাস্তবতায় নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এ অঞ্চলের দেশগুলো একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কোলকাতায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় জাতির জনক বঙ্গবন্ধু তার ভাষণে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার জন্য আঞ্চলিক কূটনীতির যে ধারণা তুলে ধরেন, তাতে দক্ষিণ এশিয়াকে একটি দারিদ্রমুক্ত শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মুক্তিযদ্ধের মূল চেতনা ছিল ক্ষুধা, দারিদ্য্র, শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়া। আমরা মুক্তিযুদ্ধের এ চেতনার বিস্তৃতি ঘটিয়ে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়াকেও একটি দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করতে কাজ করে যাচ্ছি।