
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সাম্প্রতিক জঙ্গি তৎপরতা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে।
বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি তৎপরতা অচিরেই বন্ধ হয়ে যাবে। কারণ আইন-শৃঙ্খলা বাহিনীকে যত আধুনিকায়ন করা যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।
ব্যবসা-বাণিজ্যের সব কিছু স্বাভাবিক আছে। বিদেশি যারা আছে তারা যদি নিরাপত্তা চায় আমরা নিরাপত্তা দেবো। আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে সব সময় প্রস্তুত।’