মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গি দমনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে-এমপি-সুজন

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরম্নল ইসলাম সুজন এমপি বলেছেন জঙ্গি দমনে সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে। আমাদের দেশনেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিন জঙ্গি দমনে যে ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশ থেকে জঙ্গি দমনে সেই ঐক্য সফল হবেই। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক ও সম্প্রতির দেশ, এ দেশে মানুষ সুখে শামিত্মতে বসবাস করতে চায়। কিন্তু অসম্প্রদায়িক কিছু ব্যক্তি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই জন্য তারা বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করেছিল। বাংলাদেশে জঙ্গি দমনে গ্রামে-গঞ্জে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কমিটি গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশের সকল গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলায় জঙ্গি প্রতিরোধ কমিটি গঠনের নিদের্শ প্রদান করেন। তিনি গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও  আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। বোদা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদ হোসেন সামলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারম্নক আলম টবি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাড মির্জা সুলতানুর আলম, যুগ্ম আহবায়ক এ্যাডঃ আবু মোঃ ইউসুফ আলী লেনিন। অন্যান্যদের মধে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রবিউল আলম সাবুল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ। এ সময়  আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সকল সত্মরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।