ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খয়রাগড়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই জঙ্গি নিহতের ঘটনায় হিলি সীমান্তের প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে ভারতীয় অংশে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের অংশে একই ব্যবস্থা নিয়েছে।
সীমান্তের বাড়তি নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে বিএসএফ সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেই সাথে সীমান্তে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও পাসপোর্টে ভারত ও বাংলাদেশের মাঝে যাতায়াতকারী নাগরিকদের তল্লাশি চালিয়ে তারপর তাদের পার হতে দেওয়া হচ্ছে।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা সবসময় সতর্কাবস্থায় থাকে এবং রয়েছে। এ ছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা কোন সন্ত্রাসী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
গত বৃহস্পতিবার খয়রাগড়ায় বোমা বানাতে গিয়ে শাকিল আহম্মেদ ও সুবহান মন্ডল নামের দুই জঙ্গি নিহত হন। এ ঘটনায় পুলিশ নিহত শাকিলের স্ত্রী রাজিয়া ও আহত আব্দুল হাকিমের স্ত্রী আলিমা বিবিকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হ্যান্ডগ্রেনেট ও বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যসহ অনেক মালামাল জব্দ করেন।