শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে হামলা চালাচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি এ দেশে আইএস, জেএমবি, হরকাতুল জিহাদ, হামজা ব্রিগেডসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে হামলা চালাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কারা এসব অপকর্মের অর্থদাতা, কারা তাদের ইন্ধন দিচ্ছে- তা আমাদের হাতে চলে এসেছে। রাজধানীর গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা করে বিদেশিদের হত্যার ঘটনা ঘটেছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে।

তিনি আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সুদক্ষ, তারা ভয় পায় না। বাংলাদেশে যারা সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে তারা এদেশীয় সন্ত্রাসী, তারা ইসলামবিরোধী। তারা কখনো জেএমবি, কখনো হুজি আবার কখনো আনছার উল্লাহ বাংলাটিম। এদেরকে কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।