শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গি সন্দেহে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

pমধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস- এর সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ওরফে ইবনে হামদানকে জঙ্গি সদস্য সংগ্রহের উদ্দেশ্যেই লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলো। শিক্ষিত যুবকদের ইসলামের আদর্শে অনুপ্রাণিত করে আইএস’র হয়ে যুদ্ধে পাঠানোই তার প্রধান উদ্দেশ্য ছিলো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার দুপুরে মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় পুলিশ। এ সময় জয়েন্ট কমিশনার (ডিবি) মোঃ মনিরুল ইসলাম,  উপপুলিশ কমিশনার  কৃষ্ণ পদ রায় (ডিবি), শেখ নাজমুল আলম (ডিবি),মোঃ মাসুদুর রহমান (মিডিয়া) প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, কয়েক দিন আগে আটক আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যের কাছে থেকেই সামিউনের বিষয়ে বিস্তারিত জানতে পারে তারা। এর পর থেকেই তাকে খুঁজতে থাকে পুলিশ। গোয়েন্দা সদস্যরা জানতে পেরেছে, গত বছর সে সিরিয়ায় আইএসএর হয়ে যুদ্ধেও অংশ নিয়েছিলো। বাংলাদেশ-মিয়ানমার অঞ্চলে আল কায়দার নেটওয়ার্ক গড়ে তোলাও তাদের উদ্দেশ্য ছিলো বলে জানায় পুলিশ।
এর আগে রবিবার রাত সোয়া ১১ টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সামিউনকে গ্রেফতার করা হয়েছে। সে সিরিয়া ফ্রন্টে সশস্ত্র জিহাদী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আইএস ও নুসরা বিগ্রেডের জন্য মোজাহিদ সংগ্রহ করতে বাংলাদেশে এসেছে। সম্প্রতি আল কায়দার নেতা আইমান আল জাওয়াহিরি কর্তৃক ঘোষিত অছওঝ এর বাংলাদেশ ও মায়ানমার এ জঙ্গি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করাই তার উদ্দেশ্য ছিল। ডিসি (পশ্চিম)  শেখ নাজমুল আলম এর নিদের্শনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম নাজমুল হক ও সহকারী পুলিশ কমিশনার মহরম আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় ।
ডিএমপি’র মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ তারিখ গোয়েন্দা বিভাগ মোঃ আসিফ আদনান ওরফে জুলকারনাইন ও মোঃ ফজলে এলাহি তানজিলদ্বয়কে গ্রেফতার করে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস’র কার্যক্রম সম্পর্কে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। জিজ্ঞাসাবাদে তারা ব্রিটিশ নাগরিক সামিয়ুন রহমান ওরফে ইবনে হামদান সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়। তাদের তথ্যের ভিত্তিতে গত রবিবার গোয়েন্দা বিভাগ কমলাপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। তার দখল থেকে ৬টি মোবাইল, ১টি ব্রিটিশ পাসপোর্ট ও এটিএম কার্ড, ব্যাংক চেক ও  অন্যন্য সরাঞ্জমদি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সামিয়ুন আইএস ও নুসরা বিগ্রেডের জন্য মোজাহিদ সংগ্রহ করতে বাংলাদেশে অবস্থান করছিল বলে জানায়। সে আরও জানায় যে, গত ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে একই বছরের ডিসেম্বর পর্যন্ত সিরিয়ায় নুসরা ব্রিগেডের সদস্য হয়ে জিহাদী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এ কার্যক্রমে অংশ নিতে সে তার এক বন্ধুসহ বৃটেন থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় যায়। সে ইতোপূর্বে  মৌরতানিয়া ও মরক্কো ভ্রমণ করেছে।
পীস টিভির উপস্থাপক এনথনির ফেসবুক ফ্যন পেজের সূত্র ধরে বাংলাদেশ থেকে সিরিয়ায় জিহাদে অংশ গ্রহণে ইচ্ছুক বাংলাদেশী নাগরিক মোঃ আসিফ আদনান ওরফে জুলকারনাইনের সাথে তার পরিচয় হয়। অতঃপর বাংলাদেশ থেকে সিরিয়ায় মোজাহিদ প্রেরণের লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সে পুনরায় বাংলাদেশে আসে। ডিবি কর্তৃক ইতোপূর্বে গ্রেফতারকৃত আসিফ আদনান, ফজলে এলাহি তানজিল, সেকান্দর আলী নকি ও তাসনিম ওরফে নাহিদের মাধ্যমে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্যদের সাথে যোগাযোগ করে সিরিয়ায় একটি জিহাদী দল পাঠানোর পরিকল্পনা করে।
জঙ্গিদের উদ্দেশ্য ছিল সিরিয়ায় জিহাদী কার্যক্রম শেষে বাংলাদেশ ও মায়ানমারে একিউআইএস’র আন্তর্জাতিক নেটওয়ার্ক স্থাপন। এ সংক্রান্তে তাদের যোগাযোগ সম্পর্কিত বেশ কিছু ক্ষুদে বার্তা মামলার আলামত হিসেবে সংগ্রহ  করেছে গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত সামিয়ুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানায় যে, মোঃ আসিফ আদনান ওরফে জুলকারনাইন, জাবের, আবু নায়না, আঃ করিম ও আব্দুল্লাহ তার সহযোগী ছিল।
গ্রেফতারকৃত সামিয়ুন রহমান ইবনে হামদান যুক্তরাজ্যে বসবাস করতেন। বাংলাদেশে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করাও তাদের উদ্দেশ্য ছিল। আসামী  ইবনে হামদান-এর নেতৃত্বেই সশস্ত্র জিহাদের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছিলেন বলে অন্যরা স্বীকার করে। আসামীগণ  আল-কায়দার নেতা জাওয়াহিরির অতি সম্প্রতি প্রদত্ত বক্তব্যে প্ররোচিত হয়ে বাংলাদেশে আল-কায়দার জঙ্গী নেটওয়ার্ক তৈরী করে নানা রকম নাশকতা মূলক জঙ্গী কর্মকান্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করছিল।

Spread the love