
দিনাজপুর থেকে জিন্নাত হোসেন \ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি মহিলা কলেজ ইউনিট এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীতে নেতৃত্ব দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখতার।
২৭ জুলাই বুধবার বেলা ১১টায় দিনাজপুর সরকারি মহিলা কলেজের সম্মুখ সড়কে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি মহিলা কলেজ ইউনিট এর উদ্যোগে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখতার এর নেতৃত্বে কর্মসূচীতে শিক্ষক ও ছাত্রীবৃন্দ অংগ্রহণে প্রায় ১ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন রচিত হয়।