শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গী আব্দুল্লাহ‘র পিতা পেশায় রাজমিস্ত্রী

দিনাজপুর প্রতিনিধি ॥ রাজধানী কল্যাণপুরে জঙ্গী বিরোধী অভিযানে অপারেশন স্টর্ম-২৬ এ নিহত ৯ জঙ্গীর মধ্যে একজনের বাড়ী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়।

নিহত জঙ্গী আব্দুল্লাহ (২৮)। সে  নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। তার মায়ের নাম মোছাঃ মোসলেমা খাতুন। তার বাবা পেশায় একজন রাজ মিস্ত্রী।

এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করলেও নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, আব্দুল্লাহ  এর নিখোঁজ বিষয়ে পরিবারের পক্ষ হতে পুলিশকে অবহিত করার কোন তথ্য থানায় নেই। তবে ষষ্ঠ শ্রেণী থেকে সে বাইরে পড়াশুনা করতে বলে জানা গেছে। একটি সুত্র হতে জানা গেছে সে রাজশাহীতে একটি মাদ্রাসায় লেখাপড়া করত। বেশ কিছু তথ্য যাচাই বাচাই করে দেখা হচ্ছে তার পরিবারের আর কেউ জঙ্গী সম্পৃক্ততায় জড়িত আছে কিনা। নিহত আব্দুল্লাহ চার ভাই দুই বোন বলে জানা গেছে।