রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

‘জনগণকে জিম্মি রেখে সংলাপে বসার প্রশ্নই আসে না’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা সরকার সন্ত্রাস ও পেট্রোল বোমার কাছে মাথা নত করবে না। সহিংসতা করে দেশের সাধারণ জনগণকে জিম্মি অবস্থায় রেখে সংলাপে বসার প্রশ্নই আসে না।’

শনিবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা জনগণ থেকে বিচ্ছিন্ন তারা আন্দোলনেও ব্যর্থ হয়েছে। আর বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে জামায়াতকে সঙ্গে নিয়ে পেট্রোল বোমায় পুড়িয়ে অবুঝ শিশু, নারী, বাস-ট্রাকের চালক ও সাধারণ জনগণকে হত্যা করছে। এটা কোনো আন্দোলন নয়, কোনো রাজনীতিও নয়।’

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।