মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জনগণের দিন শুরু

মইন-ফখরুদ্দীন ওয়ান-ইলেভেনের সময় তার কাছে গিয়েছিলেন- খালেদা জিয়ার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘মইন-ফখরুদ্দীনের দিন শেষ হয়ে গেছে, জনগণের দিন শুরু হয়েছে।’
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাক্তন এই এলজিআরডি প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়াকে মইন-ফখরুদ্দীনের আমলের আশায় বুক বেঁধে থাকবে হবে। কারণ, উনি জানেন জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে জাগরণ সৃষ্টি চলছে, এই জাগরণের মধ্য দিয়ে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে খালেদার উসকানিমূলক বক্তব্য, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে এসব বাহিনীর বিরুদ্ধে বিষোদগার প্রমাণ করে তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, এস এম কামাল, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

Spread the love