সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জনগণের সমর্থন নেই, জবাবদিহিতা নেই’

Reajviসরকারের সমালোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহামেদ বলেছেন, সরকার গঠনমূলক, উন্নয়নমূলক কাজে নেই-লম্বা চওড়া বিবৃতি ছাড়া। সারাদেশে চাঁদাবাজি, জুলুম চরম আকার ধারণ করেছে। কারো জানমালের নিরাপত্তা নেই, কারণ ভোটারবিহীন সরকার ক্ষমতা দখল করে আছে। জনগণের সমর্থন নেই, জবাবদিহিতা নেই। তিনি বলেন, রাস্তা-ঘাটের উন্নয়ন না হওয়ায় ঈদে মানুষের চরম দুর্ভোগ গেছে। মানুষ জীবন হাতে নিয়ে বাড়ি ফিরেছে এবং এখন আবারো ভোগান্তি নিয়ে কর্মস্থলে ফিরছে বলে রিজভী দাবি করেন। সরকার ধারাবাহিকভাবে মিথ্যাচার করছে দাবি বলে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব ও বৃটিশ প্রধানমন্ত্রী সরকারকে সমর্থন দেয়ার যে কথা বলা হচ্ছে তা ডাহা মিথ্যা কথা। মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যে ধর্ম সম্পর্কে আওয়ামী লীগের মনোভাবের প্রতিফলন ঘটেছে বলে দাবি করেন তিনি। মিডিয়ার কণ্টরোধ করতে সম্প্রচার নীতিমালা এখন ভীতিমালায় পরিণত হয়েছে। এছাড়া বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে সংবিধান সংশোধন করা হয় বলে অভিযোগ করেন রিজভী। বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরের সরদারপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Spread the love