বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জনগনের স্বাস্থ্যসেবা ঘরে পৌছে দেয়ার অঙ্গীকার বর্তমান সরকারের-পররাষ্ট্রমন্ত্রী

  1. Ministerদিনাজপুর প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, আওয়ামীলীগ দেশের উন্নয়নের সরকার। জনগনের স্বাস্থ্যসেবা ঘরে পৌছে দেয়ার অঙ্গীকার বর্তমান সরকারের। এরই প্রতিফলন ঘটেছে খানসামায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কেন্দ্রের ভিত্তিপ্রসত্মর স্থাপনের মাধ্যমে। তিনি আরও বলেন, আপনারা যদি আমার তথা আওয়ামীলীগ সরকারের সাথে থাকেন, অতি শীঘ্রই খানসামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।

১০ মে শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত খানসামায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্রের ভিত্তিপ্রসত্মর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জববার’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি প্রভাষক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর আলম, স্বাস্থ্য অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এ কে এম মাজহারম্নল হক। মুল অনুষ্ঠানের পূর্বে মাননীয় মন্ত্রী উক্ত মা ও শিশু কেন্দ্রের ভিত্তিপ্রসত্মর স্থাপন শেষে মোনাজাত করেন। অনুষ্ঠানে আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।