
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজো ও দিপাবলী। শ্যামাদেবী হলেন শান্তি সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতিক। তিনি হচ্ছেন অশুভ শক্তির বিনাশকারী মাতৃরুপিনী দেবী। মহিলাদের যে মাতৃস্থান সেই মাতৃস্থানকে প্রতিষ্ঠা করেছেন শ্যামাদেবী। দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তের জীবনের কল্যাণে পৃথীবিতে আগমন ঘটে দেবীকালীর। যখন পৃথীবিকে ধ্বংশ করার জন্য অশুরের আবির্ভাব ঘটেছিল তখন পৃথীবিকে রক্ষার জন্য মা কালী মা দূর্গারূপে আবির্ভূত হয়ে অশুরকে বধ করে পৃথিবীকে রক্ষা করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে একটি অশুভ শক্তি বার বার আমাদের অর্জিত স্বাধীনতা ও সম্প্রিতিকে বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে। জিয়াউর রহমান পঞ্চদশ সংশোধনী বাতিল করে এদেশের হিন্দু, খ্রিষ্টান বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত করেছিলেন।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে পূনঃ প্রতিষ্ঠিত করে সাহসি এবং যুগপোযোগী সিদ্ধান্ত নিয়ে জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজকে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে মুক্তি পেতে হলে জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের অর্জিত স্বাধীনতা ও সম্প্রীতিকে রক্ষা করতে হবে। বীরগঞ্জে কালীপূজোর রাতে সুজালপুর সনাতন ধর্মাঙ্গন সার্বজনিন শ্যামাকালী, রক্ষাকালী ও পঞ্চদেবী মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শিমুলতলা কালীমন্দির কমিটি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী কার্তিক ব্যানার্জির সভাপতিত্বে এবং মন্দির কমিটির সভাপতি দীপংকর রাহা বাপ্পীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিতিশ কুমার সরকার, বীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, বীরগঞ্জ মহানামযজ্ঞানুষ্ঠানের সভাপতি বাবু গিরিজা নাথ দাস। এসময় সন্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হাঁস), স্বেচ্ছাসেবক লীগের আহববায়ক আসিব রেজা রুবেল, বীরগঞ্জ মহানামযজ্ঞানুষ্ঠানের সাবেক সাধারন সম্পাদক বাবু বিমল চন্দ্র দাস, বিষ্ণু মন্দির সেবায়েত বাবু নিত্যানন্দ সাহা, এমপি- সহ ধর্মিনী গীতা রাণী শীল ও রতন কুমার সাহা (রেন্টু) প্রমুখ।
অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি বাবু দীপংকর রাহা বাপ্পী।