
এফ রহমান বাবু, স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বর্তমান সরকার শুরু করেছে এবং সময়মত তা শেষ করে দ্রুত রায়ের কার্যকর করবে। কোন অপশক্তিই এই বিচার কার্যক্রম কে বাধাগ্রস্থ করতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা যেমন যুদ্ধাপরাধীদের বিচার করছে, তেমনিভাবে মহান মুক্তিযুদ্ধে বিরোচিত অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন।
২১ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৯ টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের মহান মুক্তিযুদ্ধে বিরোচিত অবদানের জন্য সনু রাম রায় কে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার ‘‘বীর নিবাস’’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, ইউপি সদস্য মোকলেছুর রহমান, কাহারোল উপজেলার স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল প্রমুখ।