পীরগঞ্জ(ঠাকুরগাঁও)ঃ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে খনগাঁও ইউনিয়নে জন্মদিন অবৈতনিক শিক্ষা কার্যক্রম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন হয়েছে। শনিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় জন্মদিন এর পরিচালক অরবিন্দু রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সমাজসেবক ছবিলাল রায়,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকপ জেলা সভাপতি সজীব চৌধুরী।উলেস্নখ্য যে, জন্মদিন অবৈতনিক শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠানটি নৈশ্য পাঠশালা এখানে পাঁচ গ্রামের প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীদের বেতন ছাড়াই সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যমত্ম পাঠদান দিয়ে থাকে গ্রামের ১৫জন শিক্ষিত যুবক ও সার্বিক পরিচালনা করেন অরবিন্দু রায়। যিনি তাঁর নিজস্ব জমিতে স্কুল ঘর তুলে এই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জন্মদিন অবৈতনিক শিক্ষা কার্যক্রম এর প্রতিষ্ঠা বার্ষিকীতে কবি ছবিলাল রায় স্কুল ঘর মেরামতের জন্য নগদ দশ হাজার টাকা প্রদান করে। নৈশ স্কুলটির পরিচালক সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠা এগিয়ে নেওয়ার জন্য।