শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জব্দকৃত জাল স্ট্যাম্প ভেরিফিকেশনে গরমিল : পুনরায় তদন্ত প্রয়োজন

মোঃ ওবায়দুর রহমানঃ দিনাজপুরে ৫ জন জাল স্ট্যাম্প বিক্রেতাকে গ্রেফতার এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে জাল স্ট্যাম্প উদ্ধারের পর ঘটনাচক্র নাটকীয়ভাবে সমাপ্ত হতে চলেছে। ৫ জন জাল স্ট্যাম্প বিক্রেতার মধ্যে ৪ জনকেই মামলা হতে অব্যাহতি দিয়েছে আদালত। দ্রুত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে পুনঃ বিচারের ব্যবস্থা করা দরকার।

তথ্যসূত্রে জানা যায়, জেলা প্রশাসক দিনাজপুর জাল (নন জুডিশিয়াল নয়) স্ট্যাম্প বেচাকেনা বন্ধে কার্যকর পদক্ষেপ হিসাবে এক গণ বিজ্ঞপ্তি জারী করেন। যার স্মারক নং ৩৯ (২০০), তারিখ ০৯/০১/২০১৩। গণ বিজ্ঞপ্তিতে প্রতিটি ষ্ট্যাম্পে ট্রেজারী অফিসের সীল এবং ভেন্ডারদের স্বাক্ষর দেখে ক্রয় করার জন্য বলা হয়। গণ বিজ্ঞপ্তি জারী হওয়ার পর কিছুদিন দুর্নীতিবাজরা পরিস্থিতি দেখে ট্রেজারীর সীল তৈরি করে জাল স্ট্যাম্প বেচাকেনা শুরু করে। পরবর্তীতে নির্ভয়ে সীল ও স্বাক্ষরবিহীন অবস্থায় বেচাকেনা শুরু করে। পরবর্তীকালে জাল স্ট্যাম্প বিক্রয়রোধে বিশেষ আঠালো স্ট্যাম্প এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় ভেন্ডারদের নিকট বিক্রি বন্ধ করে দিয়ে ব্যাংক, এনজিও, বীমা এবং পোস্ট অফিসকে চালানের মাধ্যমে সরাসরি ট্রেজারী হতে স্ট্যাম্প ক্রয় করার নির্দেশনা প্রদান করেন । যার স্মারক নং ৪৬ (১৩) তাং ০৭/০৪/২০১৩।

অনুসন্ধানে দেখা যায়, ব্যাংক কর্তৃপক্ষ জেলা প্রশাসকের এই নির্দেশনাকে উপেক্ষা করে সরাসরি চালানের মাধ্যমে এই বিশেষ আঠালো স্ট্যাম্প ক্রয় না করে ভেন্ডারদের নিকট থেকে ক্রয় করে। যা সম্পূর্ণ জাল। ব্যাংকের যত লোন ফাইল আছে প্রতিটিতে এই বিশেষ আঠালো স্ট্যাম্প লাগানো অপরিহার্য। গুটি কয়েক ব্যাংক ছাড়া বেশীরভাগ ব্যাংক এই জাল স্ট্যাম্প ব্যবহার করে আসছে।

গত ০৩/০৭/২০১৪ তারিখে দিনাজপুর আদালত প্রাঙ্গন হতে ৫ জন স্ট্যাম্প ভেন্ডারকে গ্রেফতার এবং তাদের কাছ হতে বেশ কিছু স্ট্যাম্প জাল সন্দেহে উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুর সদরের স্ট্যাম্প ভেন্ডার মোঃ লুৎফর আলম সরকার, মোঃ লেবু হোসেন, মোঃ নাসির উদ্দীন, মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন এবং মোঃ শফিউদ্দীন। তাদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। আদালত বন্ধ থাকার পরও ১দিন পরেই তারা জামিন পেয়ে যায়। তাদের কাছ হতে উদ্ধার করা স্ট্যাম্প এর মধ্যে লুৎফর আলম ভেন্ডার এর নিকট হতে ১০০ (একশত) টাকা মূল্যের মোট ৩২০টি বিশেষ আঠালো স্ট্যাম্প, ১(এক)টাকা মূল্যের মোট ৫০টি বিশেষ আঠালো স্ট্যাম্প, ৫০ (পঞ্চাশ) টাকা মূল্যের ২টি বিশেষ আঠালো স্ট্যাম্প, লেবু স্ট্যাম্প হাউজ হতে ২০ (বিশ) টাকা মূল্যের কোর্ট ফি ১৬০ (একশত ষাট)টি। মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন ভেন্ডারের নিকট হতে ১০০টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প মোট ৯১ (একানববই)টি পর্যাযক্রমে নম্বর কগ-০৫৪৬০০১ হইতে কগ-০৫৪৬৪৫ এবং কগ ০৫৪৬০৫৪ হইতে কগ০৫৪৬১০০। নাসির উদ্দীন ভেন্ডার থেকে ১০০(একশত) টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্প পর্যায়ক্রমে নম্বর শ-৯২৭৮৯২৫ হতে ৯২৭৯০০০ পর্যন্ত এবং ২১ (একুশ)টি কগ-০৫৪৯০৪৯ হতে কগ-০৫৪৯০৬৯ ছাড়াও আরো ৩৩১টি ১০০টাকা মূল্যমানের স্ট্যাম্প, ২০ (বিশ)টাকা মুল্যমানের কোর্ট ফি ২০(চবিবশ)টি ও ০৫ (পাঁচ)টাকা মূল্যমানের কোর্ট ফি ০২টি। শফিউদ্দীনের শিউলী স্ট্যাম্প ভেন্ডার হতে ৫০ (পঞ্চাশ) টাকা মূল্যমানের নন জুডিশিয়াল স্ট্যাম্প ০২টি যথাক্রমে ম৬০৭৮১৬৫,ম৬০৭৮১৬০ এবং ১০ (দশ)টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৭০ (সত্ত্বর)টি উদ্ধার করা হয়।

স্ট্যাম্পের সঠিকতা যাচাইয়ের জন্য দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এ প্রেরিত হয়। ডিবি দিনাজপুরের স্মারক নং ৩০৯, তারিখ ২২-০৯-১৪। সিকিউরিটি প্রিন্টিং প্রেস এর অরিজিনেশন, গবেষণা ও মান নিয়ন্ত্রণ শাখার উপ মহা ব্যবস্থাপক মোঃ খশরুজ্জামান স্বাক্ষরিত রিপোর্টে বলা হয়, ২০ টাকা মূল্যমানের ১৭৬টি এ্যাডহেসিভ কোর্ট ফি’র মধ্যে ১৬০টিই অবৈধ। মাত্র ১৬টি বৈধ। ঐ রিপোর্টে ডিবি দিনাজপুর প্রেরিত ৫ টাকা মূল্যমানের ২টি এডহেসিভ কোর্ট ফি, প্রেরিত এক শ’ টাকা মূল্যমানের ৫২০টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ৫০ টাকা মূল্যমানের ০২টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ১০ টাকা মূল্যমানের ৭০টি রাজস্ব স্ট্যাম্প, এক শ’ টাকা মূল্যমানের ৩২০টি বিশেষ আঠালো স্ট্যাম্প আসল বলে উলে­খ করা হয়।

এদিকে দিনাজপুর ট্রেজারী অফিস সূত্রে জানা যায়, উপরোক্ত নম্বরের কোন নন জুডিশিয়াল স্ট্যাম্প বা ৪০ লেবেলের এডহেসিভ কোর্ট ফি কোন ভেন্ডারের নিকট বিক্রি করা হয়নি। তা ছাড়া রাজস্ব স্ট্যাম্প, বিশেষ আঠালো স্ট্যাম্প কোন ভেন্ডারের নিকট বিক্রি করা হয়নি। প্রশ্ন হলো, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর দাবি মতে, আসল স্ট্যাম্প উপরোক্ত ভেন্ডারেরা পেলেন কোথায়? বাইরের কোন ট্রেজারী হতে তারা কি ঐ স্ট্যাম্প ইত্যাদি সংগ্রহ করেছেন কি? কিন্তু তার তো কোন বিধান নাই। কেননা, উপরোক্ত ভেন্ডারদের লাইসেন্স দেয়া হয় দিনাজপুর ট্রেজারী হতে স্ট্যাম্প ক্রয় করে তা বিক্রি করার শর্তে। অন্য কোন সূত্র থেকে তাদের স্ট্যাম্প সংগ্রহের কোন অধিকার নাই। সে ক্ষেত্রে কিছু প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠে। সেটি হলো, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন এর রিপোর্টে কোন বড় ধরণের গড়িমসি আছে কি? যদি তাই হয় তাহলে তার হেতুবাদ কি? আসলে কি প্রেরিত স্ট্যাম্পগুলো জাল ছিল না? না কি জালকেই আসল বলে চালানো হচ্ছে? জেলা প্রশাসক কি বিষয়টির নিবিড় অনুসন্ধান করে দেখবেন?

প্রসঙ্গক্রমে উলে­খ করা যেতে পারে, দিনাজপুরের ৫ জন জাল স্ট্যাম্প বিক্রেতার নিকট দিনাজপুর ট্রেজারী হতে যাবতীয় স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি বন্ধ করা হয়েছে। এই নির্দেশ ২১ আগস্ট হতে কার্যকর হয়েছে। গ্রেফতারকৃতরা ৫ স্ট্যাম্প ভেন্ডার দিনাজপুর সদরের মোঃ লুৎফর আলম সরকার, মোঃ লেবু হোসেন, মোঃ নাসির উদ্দীন, মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন এবং মোঃ শফিউদ্দীন এর মধ্যে মোঃ লেবু হোসেন ছাড়া বাকি সকলকেই অব্যাহতি দিয়েছেন আদালত। এ অবস্থায় জরুরী ভিত্তিতে আসামীদের পুনর্বিচারের স্বার্থে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা আবশ্যক।

 

 

বার্তা প্রেরক

মোঃ ওবায়দুর রহমান

মোবাঃ ০১৭৮৬৮২১১১১

Spread the love