শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জমে উঠেছে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি || ভোটের মাত্র আর মাত্র ১০দিন বাকী এরই মধ্যে এলাকায় জমে উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে আগামী ৭ আগষ্ট ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে চলছে প্রচার,গনসংযোগ সহ প্রতিশ্রুতির বন্যা। পৌর এলাকায় পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে।
এবারেও গতবারের মত ৩ হেভিওয়েট মেয়র প্রার্থীর মধ্যে লড়াই হবে। বর্তমান মেয়র জাতীয়তাবাদী দলের সমর্থক বিএনপি মনোনিত প্রার্থী আব্দুস সাত্তার মিলন,অন্যদিকে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল।
এই তিন প্রার্থী ছাড়াও ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আরো ৭জন প্রার্থী প্রতিযোগীতায় নেমেছেন। প্রার্থীরা হলো জাতীয় পার্টির শেখ রাজু আহমেদ,সাম্যবাদী দলের আশরাফ উদ্দিন,স্বতন্ত্র সাবেক পৌর প্রশাসক দেলজার হোসেন বিল্লু,ইয়াদ আলী নাহিদ,আমিনুল ইসলাম,আঃ মান্নান সরকার ও আশিক ইকবাল মানিক্ । ভোট যতই নিকটে আসছে এলাকায় প্রচার ততই বাড়ছে। সরজমিনে দেখা গেছে প্রার্থীদের স্ত্রী ও সন্তানেরাও দল বেধে বাড়ী বাড়ী ভোট চাচ্ছেন। তবে নির্বাচন কমিশনারের  বেঁধে দেওয়া সময় বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচার চলছে। পৌর এলাকা ঘুরে দেখা গেছে  সর্বত্র নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জনবহুল এলাকাগুলিতে পোষ্টার ফেষ্টুনে ছেয়ে গেছে। হোটেল রেস্তোরাগুলিতে বেচাকেনা চলছে জমজমাটভাবে। এবারে দ্বিতীয়বার অনু্িঠত হতে চলেছে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন । মোট ১৭ হাজার ১৭৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন।