শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জমে উঠেছে দেবীগঞ্জে জলপাই হাট

পঞ্চগড় প্রতিনিধি: জেলার দেবীগঞ্জ উপজেলায় জমে উঠেছে জলপাইসহ বিভিন্ন ফলের হাট। প্রতিদিন ব্যবসায়ীরা এসে ফল ক্রয় করে পিকআপ ও ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিবছর ভাদ্র মাস থেকে অগ্রহায়ন মাস পর্যন্ত এই ফলের বাজারে কোটি টাকার লেনদেন হয় বলে জানায় স্থানীয় ফল আরতদার মোঃ বাবুল ইসলাম, মোঃ আবির হোসেন, মোঃ রশিদ ও মোঃ আইজুল ইসলাম। শুক্রবার দুপুরে সরজমিনে জানা গেছে, পঞ্চগড় জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়া ব্যবসায়ীরা জলপাই ক্রয় করে নিয়ে আসেন। চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা জলপাই কিনে নিয়ে যান। এছাড়াও প্রাণ, এসিআই, স্কয়ারসহ কয়েকটি কোম্পানি সরাসরি জলপাই ক্রয় করে নিয়ে যায়। নীলফামারী থেকে মোঃ রেজাউল ইসলাম ১২ মণ জলপাই বিক্রি করতে নিয়ে আসেন। তিনি ৬শ ৮০ টাকা মণে জলপাই বিক্রি করেছেন। চিলাহাটির মোঃ মশিউর রহমান ৭ মণ জলপাই ৬শ টাকা দরে বিক্রি করে লাভবান হয়েছেন বলে জানান। বিক্রয়ের ক্ষেত্রে জলপাইয়ের দাম নির্ধারণ করা হয় আকার দেখে। এ হাটে জলপাই ৬ টাকা থেকে ২৫ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। তিন মাস ব্যাপী চলতে থাকা এই ফল হাটে প্রতিদিন প্রায় ১৫-২০ লক্ষ টাকা কেনাবেচা হয় বলে জানা গেছে।

 

Spread the love