শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

জর্ডানে ফরাসী ৩টি যুদ্ধবিমান মোতায়েন

জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার জন্য ফ্রান্স জর্ডানে তাদের ৩টি যুদ্ধবিমান মোতায়েন করেছে। সরকার পরিচালিত পেত্রা সংবাদ সংস্থা এ কথা জানায় আজ রবিবার জানা গেছে। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নেয়া ফ্রান্স এ মাসে বলেছিল তারা জর্ডানে ছয়টি যুদ্ধবিমান মোতায়েন করবে।
সেনা মুখপাত্র কর্নেল মামদু আল আমিরি বলেন, শুক্রবার ৩টি যুদ্ধবিমান জর্ডানে এসে পৌঁছেছে। তবে এসব যুদ্ধবিমান কোথায় মোতায়েন করা হবে কিংবা বাকী ৩টি কবে নাগাদ এসে পৌঁছাবে সেসম্পর্কে আমিরি কিছু বলেননি। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ ইয়েভস লি দ্রিয়ান বুধবার সাপ্তাহিক কেবিনেট বৈঠকে বলেন, ৬টি যুদ্ধবিমান মোতায়েনের কারণে ওই এলাকায় আইএস বিরোধী লড়াইয়ে আমাদের অবস্থান আরো জোরালো হবে। উল্লেখ্য, জর্ডানের প্রতিবেশী দেশ ইরাক ও সিরিয়ার অধিকাংশ এলাকা এখন আইএস জঙ্গিদের দখলে রয়েছে।

Spread the love