
একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ অত্যমত্ম ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। জলবায়ুর এই পরিবর্তনের ফলে নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, খরা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প অন্যতম। দেশের রংপুর বিভাগে প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রাণহানি, সম্পদ নষ্টসহ নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়। জনগোষ্ঠীর ক্ষতির পরিমাণ বেশীর হবার অন্যতম কারণ হলো দুর্যোগ সর্ম্পকে কম ধারণা এবং দুর্যোগের প্রস্ত্ততি ও পুর্ণবাসন সর্ম্পকে ল্যাম্ব (ওয়াল্ড মিশন পেয়ার লীগ) এনজিও অংশ নিয়ে বিভিন্ন কার্যত্রুম চালিয়ে যাচ্ছে।
জলবায়ুর এই পরিবর্তনের ফলে নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ পুর্ন এলাকা রংপুর বিভাগে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন কম হলেও ব্যাপক হারে ক্ষতিরমুখোমুখি হয়। এ অঞ্চলের জনগোষ্ঠীর ক্ষতির পরিমাণ বেশীর হবার অন্যতম কারণ হলো দুর্যোগ সর্ম্পকে কম ধারণা এবং দুর্যোগের প্রস্ত্ততি ও পুর্ণবাসন সর্ম্পকে অজ্ঞতা। ল্যাম্ব (ওয়াল্ড মিশন পেয়ার লীগ) সিএইচএন্ডডিপি গত ২০১১ সালের জানুয়ারী মাস হতে দিনাজপুর জেলার চিরিরবন্দর এবং পাবর্তীপুর, রংপুর জেলার গঙ্গাচড়া এবং বদরগঞ্জ, নীলফামারী জেলার জলঢাকা, লালমনিরহাট জেলার কালীগঞ্জ এবং হাতীবান্ধা উপজেলার মোট ৩৭টি গ্রামে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম শুরম্ন করে। তিন বছর মেয়াদী এই প্রকল্পটি শেষ হয় ২০১৩ সালের ডিসেম্বর মাসে। এই প্রকল্পের আওতায় মোট ৭৯০০০ জন দরিদ্র এবং দুর্যোগ আক্রামত্ম জনগোষ্ঠী দুর্যোগ পূর্বকালীন, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে করনীয় সর্ম্পকে জ্ঞান অর্জন এবং দক্ষতা বৃদ্ধি লাভ করে। দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ পরিবারসমূহের মধ্যে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের সহায়তায় এলাকার জনগণ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং জুরম্নরী সাড়া প্রদানের জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করেছে। এর পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় ঝুঁকি নিরম্নপন, সামাজিক ও ঝুঁকির মানচিত্র তৈরী ও স্থাপন, দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সামাজিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়ন, আপদকালীন কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক হালনাগাদ, দুর্যোগকালীন সময়ে বিকল্প জীবিকায়নের উপর প্রশিক্ষণ, বসতভিটায় সবজি চাষ, দুর্যোগ বিষয়ক উঠান বৈঠক, সঞ্চয়ীদল গঠন, সামাজিক নেতৃত্ব, দ্বন্দ্ব নিসরণ, দুর্যোগ বিষয়ক সরকারের কার্যাদেশ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানীর সদ্ব্যবহারের লÿÿ্য সৌরবিদ্যুৎ, বন্ধুচুলা এবং বায়োগ্যাস পস্নান্ট স্থাপনে সহযোগিতা প্রদান করা হয়। এর পাশাপাশি দুর্যোগ প্রবণ এলাকায় বায়ুবাহিত এবং পানিবাহিত রোগ হতে শিশু, গর্ভবতী মা, প্রতিবন্ধী, বৃদ্ধ/বৃদ্ধাদের রক্ষায় এবং সারা বছর বিশুদ্ধ পানির নিশ্চয়তার লক্ষে সামাজিক পর্যায়ে ভ্যার্টিকেল টিউবওয়েল এবং যৌথ পরিবার ভিত্তিক স্বাস্থ্যসম্মত পায়খানা প্রদান করা হয়। নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের ফলে দুর্যোগ প্রবণ এলাকার উপকারভোগী জনগোষ্ঠী তাদের জ্বালানি খরচ অর্ধেক কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি এই জ্বালানী রান্নাঘর ধোঁয়া ও দূষণমুক্ত রাখে, চোখ জ্বলা, হাঁপানি, মাথাব্যাথা ও ক্যান্সারের মত রোগের ঝুঁকি অনেক কমায়, রানণাঘর পরিচ্ছন্ন,কালি ও ঝুলমুক্ত থাকে, অগ্নিজনিত দুর্ঘটনার সম্ভাবনা কমায় এবং গ্রীন হাউজ ইফেক্ট কমাতে সাহায্য করে। বর্তমানে জানুয়ারী ২০১৪ খ্রীঃ হতে ল্যাম্ব দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প রংপুর জেলার কাউনিয়া উপজেলায় এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মোট ৭ টি ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রশমন বিয়ষক কার্যক্রম বাসত্মবায়ন করছে।
উলেস্নখ্য যে, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় শুধুমাত্র ল্যাম্ব এনজিও দুর্যোগ বিষয়ক কার্যক্রম পরিচালনা ও বাসত্মবায়ন করছে। ল্যাম্ব লালমনিরহাট এবং দিনাজপুর জেলার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য। স্থানীয় জনগোষ্ঠীর পাশে বিভিন্ন এনজিও ল্যাম্ব পাশাপাশি স্থানীয় সরকারের যথাযথ তদারকি এবং সার্বিক সহযোগিতা থাকলে স্থানীয় ঝুঁকি হ্রাসের পাশাপাশি দুর্যোগে ঝুঁকিপূর্ণ এবং দরিদ্র জনগোষ্ঠীর স্থায়ীত্বশীল উন্নয়ন করা সম্ভব হবে চলে তাদের ধারনা।
ল্যাম্ব সিএইচএন্ডডিপি দরিদ্র জনগণের সার্বিক উন্নয়ন সাধনে নিবেদিত। কর্মএলাকার জনগণের স্বাস্থ্য, নৈতিকতা, নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ল্যাম্ব সিএইচএন্ডডিপি একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বর্তমানে এলাকার উন্নয়ন কর্মকান্ডের অন্যতম প্রতিবন্ধকতা হলো দুর্যোগ। এই দুর্যোগ প্রতি বছরই বাংলাদেশে জীবন এবং সম্পদের প্রভূত ক্ষতিসাধন করে। দুর্যোগ সাধারণত দু’ ধরণের: প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ সৃষ্ট। প্রকৃতির উপর যদিও আমাদের হাত নেই, তবুও এসব দুর্যোগের জন্য জনগণকে সচেতন ও প্রস্ত্তত করতে পারলে দুর্যোগে ক্ষতির পরিমণ অনেকাংশে হ্রাস করা সম্ভব বলে এনজিও ল্যাম্ব মনে করেন।