
ষ্টাফ রিপোর্টার : বীরগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ হুজ্জাতুল ইসলাম বলেছেন, নদী মাতৃক এই বাংলাদেশে পানির সমস্যা অনেক বছর ধরেই। জলবায়ু পরিবর্তন এবং পরির্বতনশীলনতার কারণে বাংলাদেশ ঝুকিপুর্ন দেশগুলো মধ্যে অন্যতম। বর্তমানে দেশের সর্বত্র ভু-গর্ভস্থ পানি উত্তোলন ও ব্যবহারের ফলে পানির লেয়ার নেমে যাওয়ায় পানির দুঃস্প্রাপ্পতা সৃস্টি হচ্ছে। আগামীতে জলবায়ু পরিবর্তনের ফলে জমি ও পানির প্রাপ্যতায় সমাজে অস্থিরতা ও হানাহানির কারণ হয়ে দাড়াতে পারে। জনগণের নিরাপদ পানির প্রাপ্তি অধিকার নিশ্চিত কল্পে দুষণ ও আর্সেনিক মুক্ত নিরাপদ পানির নিশ্চয়তা বিধান কারী বিধিমালা অন্তর্ভুত করার জরুরী।
‘‘ গাছ রক্ষা করি পৃথিবী রক্ষা হবে’’ এই শোগানকে সামনে রেখে গতকাল সোমবার বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে আস্থা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে বিসিসিটিব’র অর্থায়নে পিকেএসএফ এর সহযোগিতায় ২ দিন ব্যাপী জলবায়ু পরিবর্তন ও পানির দেউলিয়াত্ব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আস্থা সংস্থার সমন্বয়কারী মোঃ রেজওয়ানুল হক খোকন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ম্যানেজার মোঃ রইছুল ইসলাম। উক্ত ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মর্শালার ৩৫ জন কৃষক অংশগ্রহণ করে।