
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার জাইকা প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকৌশলী ও নর্দান বাংলাদেশ ষ্টিমেট ডিপোমেন্ট প্রজেক্ট(নবিডেব) মিউনিসিপাল ইঞ্জিনিয়ার রেজাউল করিম গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর ও তিনি ঢাকা নিউ স্কাটন রোডের বাসিন্দা।
পৌরসভা কর্তৃক জানা গেছে, তিনি পৌরসভার জাইকা প্রজেক্টের প্রস্তাবিত প্রকল্প পরীক্ষা নিরীক্ষা করার জন্য চলতি মাসের ৫ তারিখে বদরগঞ্জ পৌরসভা হতে ফুলবাড়ী পৌরসভায় অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে সে ফুলবাড়ী সড়ক ও জনপদ ডাক বাংলোয় বসবাস করছিলেন। গত শনিবার রাত সাড়ে ১২ টায় সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রোববার পৌর চত্তরে সকাল ৮টায় প্রথম জানাজা নামাজ আদায় করে তার মৃতদেহ ঢাকা নিউ স্কাটন রোড বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে তার মৃত্যুতে ফুলবাড়ী পৌর মেয়র মর্তুজা সরকার মানিক, পৌরসচিব মাহাবুবুর রহমান, প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন সহ পৌর পরিষদের কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে তার নামে একটি শোক বই খোলা হয়েছে।