
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর কদমতলা প্রাঙ্গনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখা আয়োজিত লেখক, সাংবাদিক, সঙ্গীত গুরুর জন্মদিন উপলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করা হয়।
সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার সভাপতি আজাদি হাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি রবিউল আউয়াল খোকা, উপদেষ্টা আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতাল কামাল উদ্দিন বাচ্চু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতিয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত। আলোচনা সভায় বক্তারা বলেন, সাংস্কৃতি বান মানুষই পারে এদেশকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের সমাজে যা কিছু সুন্দর তাই আমাদের সাংস্কৃতি। জাগরণের সাধক ওয়াহিদুল হক সেই সুন্দরের আন্দোলন করে গেছেন। আমরা মনে করি স্বাধীনতা বিরোধী শক্তি ও মৌলবাদী শক্তিকে প্রতিরোধ করতে পারলে ওয়াহিদুল হকের স্বাপ্ন পূরণ হবে। রবিন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার শিল্পীদের রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধমে সমাপ্তি ঘটে।